পুলিশ যখন মানবিক পুলিশ
গল্পটি লিখতাম না। কিন্তু আমার বিবেক আমাকে লিখতে বাধ্য করাচ্ছে। দুজন স্বেচ্ছাসেবক রক্ত দেয়ার জন্য রংপুরে গিয়েছিল। রক্তদান করে ফুলবাড়ী ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে। তাদের দুজনেরই বাড়ি এখান থেকে ৯ কিলোমিটার দূরে। প্রচুর বৃষ্টির কারণে বাজার তখন একদম জনশূন্য। ছাতা না থাকায় আমিও বৃষ্টিতে আটকা পড়ে মিডিয়া সেন্টার নামক অফিস রুমটিতে একা বসে আছি। বাজার থেকে মাঝেমধ্যে গার্ডের বাঁশির আওয়াজ আসছে। এমন সময় হঠাৎ একটি অপরিচিত নম্বর থেকে ফোন। ওপাশ থেকে একজন বলছে, ভাই আমি লিখন। তখন মনে পড়লো এরা দুজন তো রংপুরে গিয়েছিল রক্ত দিতে। আমি তখনও আছি শুনে দুজনে কাকভেজা হয়ে ছুটে আসলো আমার অফিস রুমে। গামছাটা এগিয়ে দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বেগ কমতে রাত ১টা বেজে গেল। তাদেরকে থাকার জন্য অনেক করে বলা হলেও থাকতে নারাজ। থাকতে চাইবেই বা কি করে। আমি নিজেই তখনও বাড়ি ফেরা নিয়ে শঙ্কায়। বাইরে হালকা বৃষ্টি পড়তেছিল। বাজারের রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখি কোনো যানবাহন পাওয়া যায় কি না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো যানবাহন পাওয়া গেল না।